নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের করোনা পরিস্থিতিতে দুস্থ ও অসহায় ৮০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহযোগিতা প্রদান করেছে সেচ্ছসেবী রক্তদান সংগঠন দুরন্ত ব্লাড ব্যাংক। ১০ এপ্রিল শুক্রবার সকালে সংগঠনটি অর্থ ও খাদ্য সহায়তা পরিচালনা কমিটির সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান রাসেদ, ওমর ফারুক ও সাইফুল ইসলাম সহ প্রমুখ সেচ্ছাসেবী সদস্যরা দ্বিতীয় পর্যায়ে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে। এর আগে গত ৩১ মার্চ সংগঠনটি প্রথম পর্যায়ের ৪০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে। প্রতিটি পরিবারের খাদ্য সহায়তার মধ্যে ছিলো ২০ কেজি চাউল, ১০ কেজি আলু সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে সংগঠনটি সহায়তা গ্রহীতা দুস্থ ও অসহায়দের কোন ছবি না তুলেই এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অর্থ ও খাদ্য সহায়তা বাড়ী বাড়ী গিয়ে প্রদান করে।
